টুকুন নিজের ঘরে এসে বালিশে মুখ ডুবিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। হাতে ঠেকল বালিশের নীচে এক টুকরো কাগজ।
ধড়ফড়িয়ে উঠে বসে চোখের সামনে মেলে ধরল কাগজটা, টুকটুকির লেখা।
সোনা আমার প্রাণপ্রিয়,
চোখের জল মুছে ফেলো,কেঁদোনা। তুমি কাঁদলে আমার কষ্ট হয়। তুমি জানতে চেয়েছিলে প্রেম কি ? প্রেম এক জটিল অঙ্ক। এক আর একে দুই নয়–এক। মনে আছে রাতে আমাকে নিজের সাথে মিশিয়ে দিতে চেয়েছিলে যাতে দুটো শরীর এক হয়ে যায়? প্রেমে একে অপরকে ছোট হতে দেয়না বরন্চ মহাণ করে বড় করে । প্রেম নীল কণ্ঠের মত নিজ কণ্ঠে অন্যের বিষ ধারণ করে।
আমি লোকের চোখে ছোটো দেখতে পারব না তোমায়, তাই চলে গেলাম। শেষে আমি তোমায় একটি অনুরোধ করছি এবার বিয়ে করো, আমাকে তার মধ্যে অনুভব করবে। তোমার টুকটুকির এই ছোট্ট অনুরোধ রাখবে না?
তোমার একান্ত তৃপ্ত টুকটুকি।